সাদিক মোহাম্মদ,দীপ্ত নিউজ ::
সাতক্ষীরায় বাড়ীতে ঢুকে সাদিয়া জহুরা পায়েল নামে এক মাদ্রাসা ছাত্রীকে ব্লেড দিয়ে আঘাত করেছে নাহিদ হাসান নামে এক বখাটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার কুখরাখালীতে। গুরুতর অবস্থায় সাদিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত স্কুল ছাত্রীর বাবা শেখ মহিদুল ইসলাম জানান, তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের সিরাজউদ্দিনের ছেলে নাহিদ হাসান। বিষয়টি তার বাবাকে জানালে নাহিদ এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার ৪ দিন পূর্বে তার মেয়েকে অপর এক ছেলে পক্ষ দেখতে আসে। ঐ দিন মেয়েকে তাদের পছন্দ হয়ে যায়। খবর পেয়ে নাহিদ মঙ্গলবার সকালে বাড়ির ঘরে ঢুকে ব্লেড দিয়ে পায়েলের মুখে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে পাঁচটি সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।